কবিতা:- পরশু বোলো কে কার
কবি:- মনোজ ভৌমিক


হঠাৎ করে শীতের পরশ, কাঁপিয়ে দিলো আবার!
বলছে আজকে দারুণ কেশে,"হয়েছে সময় যাওয়ার।"
সময় হলে যেতেই হবে,একদিন আগে পিছে সবার।
তবুও থাকে প্রচেষ্টা ভাই,এক্কেবারে না যাওয়ার।


যেতে তোমায় হবেই বন্ধু,সময় হলো এবার।
যাওয়া আসার এই তো খেলা,চলতে থাকে সবার।
শীত ফুরোলেই বসন্তটা,ঘুম কাড়বে তোমার!
চৈত্রটা তো মন জ্বালাবে,বৈশাখ নেই হারাবার।


এমনি করে শ্রাবণও আসে,হৃদয় ভাঙা দুয়ার।
খিলখিলিয়ে সজীব শরৎ বলবে,"তুমি আমার।"
হেমন্ত দূরে বলতে থাকে,"ওদিন এখন তোমার।"
আসবে যখন আমার দেশে,বুঝিয়ে দেবো,"তুমি কার!"


এমনি করে চলতে থাকে আসাযাওয়ার জোয়ার,
আজ জন্ম,কাল মৃত্যু,পরশু বোলো কে কার?