প্রেমের দূর্বোধ্য গতি
আমারে হারিয়ে দিয়েছে বার বার।
আকুতিভরা হৃদয়ে,
জন্মে ছিল প্রেম আঠারোর সন্ধিক্ষণে।
কৌতুহলভরা উন্মাদনায়
চোখে চোখ ছিল দু'জনার
স্বলজ্ব ভাষাতে।
অঙ্কুরিত হয়েছিল প্রেম
মনের গভীরে।
শরতের নীল আকাশ, ফাগুনের কুহু বাতাস,
মনে মনে গান গেয়েছিল
ভরেছিল প্রাণ শ্রাবনের ধারাতে।
বলেছিল সে," এসো, কাছে এসো,
ভরে দাও সব প্রেমের কবিতা
আমার হিয়াতে।"
উন্মাদ প্রেম, নির্ঝরের মত
ঝরে ছিল পাহাড়ের বুকেতে।
হারিয়ে গেছিলাম মোরা দুই জ'নে
চম্পা-চামেলি-জুঁই
টগর আর গোলাপের মেলাতে।                                                
কি জানি! কি হলো প'রে
বলে গেল সে আমারে
অঝোর নয়নে,"চলে যাও মোর থেকে দূরে।
কি ক'রে থাকিব আমি
ওই পর্ণ কুটিরে!"
ব্যর্থ প্রেমিক, চাতকের মত থাকে চেয়ে।
আবার আসিল প্রেম,ফুটন্ত যৌবনে।
সাহস হ'ল না মোর প্রেম নিবেদনে
দারিদ্রতা হাত ধরে টানিল পিছনে।
পরিশেষে, পড়ন্ত যৌবনে
প্রেম চেয়েছিল শুধু 'মন'
বিষন্ন সংসার থেকে দূরে
বন্ধু পাবে এক জ'নে।
কথা দিয়েছিল সে,
বলেছিল,"আমি আছি!"
ভালোলেগেছিল তাঁকে।
দেহেতে ছিল না কাহারও রুচি।
একদিন মুঠোফোনে, বলিল সে আমারে
"ঐশ্বর্য্যে ভরা আমি
ভরাপুরা সংসার
দূরে থাকাটাই শ্রেয়
এগিয়ে এসো না আর।"
ব্যার্থ প্রেমিক হেরে গেল শেষবার
দারিদ্রতা তাকে কাঙাল করে দিলো বারবার।