কবিতাঃ- জীবনের গতিতে
মনোজ ভৌমিক (দুর্নিবার কবি)
জীবনের সমস্ত জটিল সমস্যা গুলি
বেড়ে চলে ক্রমবর্ধমান গতি তে--
আবেগ, নিমজ্জিত যন্ত্রনায় দিশেহারা
হতে থাকে ক্রমশ, সংসারের জটিল আবর্তে--
যেমন উঁচু তাল গাছে বাসা বাঁধা বাবুই পাখীটা
ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে, কালবৈশাখীর রাতে তে--
তেমনি আবর্তিত আমি,
জীবনের খরস্রোতে,চক্রবর্তী গতি তে--
ক্ষুধার্ত চোখ আর রক্তশূণ্য মানুষের হাত
অহরহ ঈশারাতে বলে," চলে এসো, চলে এসো,
এই বুঝি হারলে তুমি জীবনের গতি তে--