কবিতা :-পয়লা বৈশাখ একলা হতো
মনোজ ভৌমিক
সাত সকালেই সোহাগের স্বরে ডাকছে তুলির মা,
"ওগো শোনো,লক্ষ্মী সোনা,উঠে পড়ো,আর ঘুমিও না।
চব্বিশ পরে ঘুমের ঘোরে আজ শুনছি না তো ভুল!
হয়তো আজকে হতে চলছি মহান এপ্রিল ফুল ।
আড়মোড়া দিয়ে গম্ভীরভাবে বললাম আমি"হুম!"
"তাকিয়ে দেখো ব্লাক টিতে আজ ভাঙাবো তোমার ঘুম।"
সংশয় আর বাগ মানেনা উঠলাম হঠাৎ জেগে,
"বলোনা প্রিয়ে,সূর্য কি আজকাল পশ্চিমদিকে জাগে !"
আহ মোলো যাহ্! এমন কথা আজ বলছো কেনো তুমি?
জানো নাকি, আজ পয়লা বৈশাখ, তুমিই প্রিয় স্বামী!!
সকল দাবী করেছি পূর্ণ,তাই আজকে তোমার আমি!
নইলে পয়লা বৈশাখ একলা হতো,আমি কমদামী।