কবিতা:- প্রেম আজও বন্দী,হৃদয়ের কারাগারে
কবি:- মনোজ ভৌমিক(দুর্নিবার কবি)


একদিন বৈশাখের তপ্ত দ্বিপ্রহরে,
বসেছিনু চির পরিচিত আম্রবৃক্ষ তলে।
ক্লান্ত দেহে,পুষ্করিণী তীরে,
প্রেমের বাতাস ছিল মনে।
আঁকিতেছিলাম,তোমার প্রেমময় মুখখানি,
ভালোবাসার পেনসিলে,হৃদয়ের চিত্রপটে।
সহসা আসিলে তুমি,দুরন্ত গতিতে।
দাঁড়াইলে সম্মুখে মোর,রোরুদ্য বদনে;
কালবৈশাখীর ঝোড়ো হাওয়া,
বহিতে ছিল তোমার মনেতে।
কহিলে গম্ভীর স্বরে,"ভুলে যাও মোরে,
কিংবা, নিয়ে চলো মোরে,নতুন জীবনে।
আজ রাতে,মন্ডপ সাজিবে মোর বিবাহের তরে।
কহ মোরে, যে নৈবেদ্য সাজায়েছি এক দেবতার তরে;
কি করিয়া অর্পণ করিব আমি,অন্যের শ্রীচরণে?"
সহসা শ্রাবণের বজ্র পড়িল শিরেতে।
" এ কি কথা কহ প্রিয়া,আজি এই ক্ষণে!
রিক্ত আমি,নি:স্ব আমি,প্রেম আছে মনে।
কহ মোরে,এ বিশাল পৃথিবীততে হিসাবের ঘরে,
কে দিবে ঠাঁই!এই প্রেমিক যুগলেরে!"
অব্যক্ত আনত মুখ,রোষিল ভীষণ ক্রোধে,
বিশেষণের বাণে বাণে জর্জরিত করিল মোরে।
পরিশেষে, "কা-পুরুষ" কহিলে ভীষণ নিনাদে।
প্রস্থান করিলে তুমি,দ্রুত পদে,বিষণ্ণ বদনে।
আজও নাহি ভুলি সেই ক্ষণ,জীবনের প্রতি পদে পদে।
পৃথিবীর খেলাঘরে,শত প্রেম বিরাজ করে।
সে পবিত্র প্রেম আজও বন্দী,হৃদয়ের কারাগারে।