কবিতা :- প্রজন্মের কবিতা
মনোজ ভৌমিক
আজকাল কবিতা অহেতুক শব্দের বোঝা পিঠে বয়ে নিতে চায়না,
কবিতা বোঝে, শব্দরা এখন আর একান্নবর্তী পরিবারভুক্ত হতে পারেনা।
কারণ,শব্দের ভারিক্কিভাব পাঠক মনে ভীষণ ত্রাস সঞ্চার করে,
তাই কবিতা ছন্দ হীন হয়ে ভাবনার অথৈ সমুদ্রে ডুবে মরে।
কবিতা যে আজ বোরখা বা ঘোমটা উন্মোচনের স্বাধীনতা চায়!
রান্নাঘরের কান্না কাটাতে অত্যাধুনিক যন্ত্রে ব্যঞ্জন বানায়।
সত্যিকথা বলতে শব্দের কিছু কোষ কণিকা এখন ক্যান্সারে আক্রান্ত,
অভিজ্ঞদের ভাবেন ওই জটিল শব্দের কেমোথেরাপির প্রয়োজন আছেতো।
কবিতা এখন সফিস্টিকেটড ভাবনাকে সাথে নিয়েই চলে,
হেলেঞ্চা আর কলমিদের ছেড়ে রেডোড্রেনডনের ছলে।
মূলতঃ সময়ের চাহিদার সঙ্গে..ভাবনাও রাস্তা বদলায়,
তাই শব্দে অক্ষরদের চাপ দেওয়াটা সমুচিত নয়।
কবিতা এখন অমলকান্তির রোদ হতেও ভয় পায়না,
তাই প্রজন্মের কবিতা এখন নোবেলের প্রতি ধ্যান দেয়না।