কবিতা:- প্রশ্ন
কবি:- মনোজ ভৌমিক


আরো কত বেশী সাজলে নতুন বছরটা আরো মধুময় হবে!
আরো কতজন একত্রিত হলে খুশির শব্দটা আকাশ ছুঁয়ে যাবে!
আরো কত বড় প্যাকেটে উপঢৌকন দিলে দেবতা বেশী খুশি হবে?
আরো কত বে-রঙ্গী আলো জ্বললে সান্ধ্য আকাশটা রঙিন হয়ে উঠবে?
আরো কত বড় হলে ঐ সূর্যটা কাশ্মীরের জঙ্গল আলোকিত করবে?
আরো কত মোমবাতি জ্বলালে এই দেশের  প্রত্যন্ত গ্রামও উদ্ভাসিত হয়ে উঠবে?
আরো কত শক্তি দিলে,অরণ্যের সিংহরাও ঐ পুরুষদের ভয় পাবে?
আরো কত অবক্ষয়ের সিঁড়ি চড়লে নির্ভয়া থেকে আসিফায় দেশ ভরে যাবে?
ডিজিটাল এই দেশ আগামীতে নাকি বুলেট ট্রেনে ছুটবে!
ঐ ট্রেনের প্রতিটি কামরায় কি 'বেটি বাঁচাও, বেটি পড়াও' লেখা থাকবে?
সূর্য! তুমি কি পৃথিবীটাকে জ্বালাতে আরো একটু কি নীচে নেমে আসবে?
নইলে গর্ভবতী নারীর ধর্ষিতা কন্যভ্রুণও আগামীতে 'সারে জ্যাঁহা সে আচ্ছা' বলে ফেলবে।