পৃথিবী অসুস্থ আজ!
হৃদকম্পন বেড়ে ওঠে বারে বারে।
সংকট ঘনিয়েছে দেখ, এ বিশ্ব-চরাচরে।
শঙ্কিত তুমি- আমি আর জীব-জন্তু যত
রয়েছে ছড়ায়ে, এ উন্মুক্ত ধরাতে।
মহাপ্রলয়ের আগে যেমন,ইঁদুর বাসা ছাড়ে ভয়েতে
তেমনি আতঙ্ক আজ, ছেয়ে আছে ধরনীর বুকেতে।
বলছে সবাই সমস্বরে,
পৃথিবী পড়েছে আজ গভীর অশুখে!
সবাই জানে, সবাই মানে,
তবু দেয় দোষ, একে অন্য জনে।
পৃথিবী আজ শয্যাশায়ী ভীষন জ্বরেতে।
ছুটছে সবাই, দূরন্ত গতিতে
ডাক্তার-বদ্যি সব বসেছে " নাসাতে"।
"রক্ত নেই!" রক্ত নেই!' তাঁর দেহেতে
বলছে তাঁরাও, যুক্তির ভাষাতে।
তবে কি! রক্তাল্পতা রোগ হয়েছে তাঁর শরীরে!
সে কি ক'রে হয়! আজও দেখি, রক্তের ঝলকানি
অঙ্গ-প্রত্যঙ্গে, প্রতি পলে পলে।
এত যদি রক্ত তবে,রক্ত শূণ্য হল সে কি ক'রে!
কে বলেছে রক্ত নেই!
আছে রক্ত। দূষিত সে, ভয়ংঙ্কর 'রক্ত-ক্যান্সারে'
ঊষ্ণায়ণের প্রাভাবে।
তবে দিচ্ছ কেন ওরে, পারমানবিক বিকিরণ বারে বারে?
পৃথিবী অসুস্থ আজ, বিশ্ব চরাচরে।
কে দেবে শুদ্ধ রক্ত তাঁরে!
নিরাময় হতে পারে তাঁর রোগ,
যদি সজীবতার ডোজ দাও বারে বারে।