কবিতা:- সাহিত্যে দিয়েছি হৃদয়।
কবি:- মনোজ ভৌমিক


ইতিহাসকে ভুলে যেতে চাই  আমি!
কি হবে ওকে মনে রেখে!
ইতিহাসের সমৃদ্ধির সিঁড়ির নীচে,
যন্ত্রণায় নিমজ্জিত মানুষের,
শ্বাস চাপা আর্তনাদ,আজো ভেসে ওঠে।
তুমি কি শুনেছো কোনোদিন!শুনবে কি করে!
সেই ইতিহাস গড়ার স্বপ্ন যে আজ তোমার চোখে।


ভূগোলের ব্যসার্ধ্যের পরিমাপ শিখিনি কোনোদিন!
অক্ষাংশ-দ্রাঘিমাংশ নির্ণয়ের অঙ্কটা বড়ই যে কঠিন!
একচুল জমির পরিমাপ,সবাই যে হিসেব করে আজ!
সেখানে আমার মত ভবঘুরের কি কাজ!


পাটিগণিতের শতকরা হিসেবের অঙ্ক অনেক কষেছি!
জীবনে বীজগণিতের  জটিল প্রেমের ফর্মূলা বুঝতে গিয়ে,
ক্যাল্কুলাস আর ইন্টিগ্রেশনে মাথা ঠুকেছি।


বিজ্ঞানের ধারে কাছে যেতে চায় না মন।
ওখানে নিউটন আর পাস্কালের সূত্রগুলির বড়ই জ্বালাতন।


তাই আজ সাহিত্যে একটু একটু পরিচয়।
এখানে যন্ত্রণাগুলো মুখগুঁজে পড়ে থাকে।
হাসিগুলো!গোলাপের সাথে কথা বলে।
তাই আজ সাহিত্য আমাকে বোঝে।
নিজের মনেই নিজকে গভীরভাবে খোঁজে।