কবিতা:- সম্পর্ক
কবি:- মনোজ ভৌমিক


একটা শব্দ হঠাৎ এসে
ঠোকর খেল চৌকাঠে।
বললে আমায় সামলে নিয়ে,
লিখবি আমায় কবিতাতে?
হঠাৎ করে হকচকিয়ে
তাকিয়ে দেখি তার দিকে।
ক্লান্তশ্বাসে বলছে আমায়,
ধরনা আমার হাতটিকে।
বলি তারে,বলনা আমায়
এমন কেন হালটি হে?
গা ফেটেছে,পা ফুলেছে,
দু'চোখ কেন ঝাপসা হে?
বলনা কবি,কি করব আমি!
"সম্পর্ক" আমার নামটি যে!


সেদিন সবাই বাসত ভালো
স্বতেজ ছিল প্রাণটি যে।
আজ দেখি গো সবাই ছাড়ে
টাকার চাবুক গায়ে মারে।
বলনা আমায়,তোরা ছাড়া
এখন আমার কে আছে!
আমার দিকে কেউ ভাবে না,
সবাই নিজের কথা ভাবছে যে।
তাই তো বলি,ও কবি তুই
কলমটা এবার নে তুলে।
সম্পর্কের দোহাই দিয়ে
"সম্পর্ককে" বাঁচিয়ে নে।