কবিতা:- সরস্বতী কি থাকবে পড়ে
কবি:- মনোজ ভৌমিক


রঙ তুলিটা বলছে আমায় ফিসফিসিয়ে ডেকে,
আঁকবে কি গো সরস্বতীটা শীতের ক্যানভাসে?
একটুখানি ভাবার পর বললাম আমি হেসে,
ভীষণ শীতে কাঁপছে সবাই থরথরিয়ে লেপে।
সরস্বতীকে দেখবে কি সবাই,লক্ষীটাকে রেখে?
ও বেচারি কাঁদছে আজকে রাস্তাঘাটে কাগজের ঠোঁঙাতে।
সরস্বতীটা রাগে না কখনো,ও যে স্বেত শুভ্র থাকে।
আজকাল লক্ষীটাকে না আঁকলে হাঁড়ি জ্বলবে ঘুঁটেতে।
বিদ্যা যদি নাও থাকে,যদি বুদ্ধি থাকে ঘটে,
লক্ষী মা যে আসবে হেঁটে,ঘরের চৌকাঠে।
"ক-অক্ষরে গো মাংস" যদিও থাকে পেটে,
সবাই তোমায় স্যালুট দেবে লক্ষীটাকে দেখে।


সরস্বতীটা নাকি ডিসগাস্টিং,পুঁথিপত্রেতে থাকে,
ডিগ্রী টিগ্রী নিয়ে নিলে, কে আর তাকে দেখে?
পথের ধারে বসে চিত্রকর,রঙ তুলিতে ছবি আঁকে ক্যানভাসে,
মজা নিয়েও বলছে সবাই,"পাগল বুঝি,বৃথা কর্ম সময় নষ্টেতে।"
ঐ মেয়েটি নাচছে দেখো কলা ভাবনায়, অঙ্গেতে ঢেউ তুলে,
"আহা!"বলেও বলছে সবাই,"পেট ভরবে কি নাচলে?"
ঐ কবিটা কবিতা লেখে,সমাজের জঘন্য রূপ দেখে,
উপহাস করে বলছে ওরে,"পয়সা আছে কি কবিতাতে?"
তাই বুঝি আজকে সবাই,লক্ষীটাকে ভীষণভাবে আঁকে,
সরস্বতী কি থাকবে পড়ে,অবহেলিতদের ঝাঁকে?