কবিতা:- শতাব্দীর প্রশ্ন
কবি:- মনোজ ভৌমিক


ওখানে মানুষ দেখেছিলাম,এই শতাব্দীতেই।
বাদুড়ের ডানার ঝাপটে নয়!না চামচিকির উত্পাতে!
কখনো দেখিনি তাকে,ক্ষুধার্ত বাজের চোখেতে!
দেখেছিলাম পরম শান্তিময় বৌদ্ধের অহিংসক ভাবনাতে।
চোখে ছিল তার উত্পীড়িত মানবতার দীপ্ত সহানুভূতি।
বুকে ছিল তার উত্সারিত ভালোবাসার দুরন্ত আকুতি।
বিশ্বমাঝে মানবতার নোবেল বিজয়িনী-আন সান সুচি।


একই শতাব্দীতে,কি রূপে,কি করে ঘটলো!মানবতার এই বিষম বিকৃতি?
রেহিঙ্গারা মানুষ ছিল সেদিন তোর চোখেতে।
আজ কি কারণে তারা রক্তের সমুদ্রে,প্রাণের আহুতি দিতেছে?
নিপীড়িত মানবতা ভয়ার্ত চোখে,কেন আজ শরণার্থী  শিবির খোঁজে?
তাহলে কি পৃথিবীরর যত দেশে,সংখ্যা লঘু প্রজাতি  রয়েছে,
তারা কি একদিন বন্য প্রাণীর মত বিলুপ্ত হয়ে যাবে?
নাকি মানবতার সার্টিফিকেট গলায় ঝুলিয়ে,
শতাব্দীরর হায়নারা,রাজনৈতিক স্বার্থ চরিতার্থে
মানবতার রক্তস্নাত বিপর্যয়ে ধর্মের অজুহাতে
নোবেলেতে পুষ্পস্তবক দিয়ে যাবে?