কবিতা:- শীতের সকাল
✍️ মনোজ ভৌমিক
শীতের সকাল হয় অতি মনোরম,
গ্রাম ও শহর চিত্র বিবিধ রকম।
কুয়াশায় ঢেকে যায় গ্রাম্য পরিবেশ,
ধীরে ধীরে সূয্যি হাসে স্বস্তির আবেশ।
পাখির কূজনে ভাঙে সকলের ঘুম,
ঘাসের শিশিরে দেয় রবিমামা চুম।
গাছের পাতায় জাগে হীরকের দ্যুতি,
অদ্ভুত সুন্দর লাগে গ্রামের প্রকৃতি।
গৃহবধূ সকালেতে ব্যস্ত গৃহ মাঝে,
চাষীরা লাঙল কাঁধে যায় কৃষি কাজে।
দড়ি বেঁধে নিয়ে যায় বলদ সকল,
হুট হুট শব্দ মুখে মনে পায় বল।
বুড়ো বুড়ী জ্বালে কাঠ নিজ আঙিনায়,
নাতি নাতনিরে লয়ে আগুন পোহায়।
বকুম বকুম ডাকে পায়রা সকল,
মোরগ হাঁসের শুনি বড় কোলাহল।
খেজুরের গাছে গাছে ভরা রস হাঁড়ি,
ভোরের বেলার গেছো নিয়ে যায় পাড়ি।
মাঠে ঘাটে ফুল ফোটে রঙের বাহার,
ভ্রমরেরা গান গেয়ে খুঁজিছে আহার।
ক্ষণিক পরেতে রোদ টকটকে হলে,
হৈচৈ ছুটাছুটি করে গ্রামের সকলে।
পুকুরে শিকার আশে মাছরাঙা উড়ে,
পানকৌড়ি দেয় ডুব টুপটুপ করে।
কোয়েলের কন্ঠ ভাসে আমের শাখেতে,
বসন্ত পঞ্চমী সুর বিদ্যার্থী মনেতে।
গ্রামের কিনারে বহে নদী নিরবধি,
পূণ্য স্নানে যায় সবে সংক্রান্তি অবধি।
কতশত পাখি আসে নদীর কিনারে,
বেলা শেষে যায় উড়ে আপনার নীড়ে।
শহুরে জীবনে দেখো এ দৃশ্য বিরল,
পার্কেতেই শ্বাস নেয় মানুষ সকল।
শীতের সকাল হোথা বড়ই ধূসর,
গরম জামায় ঢেকে কাটায় প্রহর।