তোমরা কি জানো!
কবিরা প্রেম করে! ..."অনন্ত প্রেম"
কবিরা ভালোবাসে...গভীর আবেশে!
যেমন সূর্য চাঁদকে ভালোবাসে
আপন আলো দিয়ে।
কবিরা চোখ খোলেi,
তাকিয়ে দেখে... ভোরের পাখীর মতন!
কবিরা অনুভব করে,
অনুভূতির কাজল আঁকে চোখে।
কবিরা আপন মনে হাসে।
ভিন্ন ভিন্ন চোখে পৃথিবীর রূপ দেখে।
সামাজিক অবক্ষয়ে, কবিরা চমকে ওঠে
তখন বিপ্লবের কথা বলে।
রাগ যখন বেড়ে ওঠে
কবির কলমে বিদ্রোহের ভাষা ছোটে।
চেতনার আগুন ছুড়ে দেয় মানুষের বুকে।
তোমরা কি জানো!
কবিরা ধ্ব্ংসের তান্ডবে
সৃষ্টির সুখ খোঁজে!
উত্তাল সমুদ্রের নৃত্যে
নিজকে হারিয়ে ফেলে!
ঊন্মাদ হাওয়াদের কানে কানে
প্রেমের কথা বলে!
নীল আকাশের বুকে
স্বপ্নের ভেলায় ভাসে।
মেঘেদের সাথে হাসে
যক্ষের বিরহে কাঁদে!
আবার গভীর অরণ্যের কোলে
সেই শান্ত তপস্বীর রূপ খোঁজে।
রাতের প্রগাঢ় অন্ধকারে
কবিদের চোখে জোনাকির আলো জ্বলে।
এক পশলা বৃষ্টির 'পরে
কবিরা উল্লাসে গেয়ে ওঠে।
মাটির বুকে কান পাতে
সৃষ্টির সেঁদো গন্ধ শোঁকে।
কবিরা নিজকে হারিয়ে ফেলে
শুধু কবিতাকে ভালোবেসে।