কবিতা:-শূন্য এ বুকে....
কবি:- মনোজ ভৌমিক


ঘুটঘুটে যন্ত্রণা নিয়ে বসে আছে নিয়নী ষ্টেশন,
ট্রেন আসে,চলে যায়,মনপ্রাণ হয় উচাটন।
শহুরে রাত্রির চোখগুলি হয়ে আসে ঝিমঝিম,
ভালোবাসা কেঁড়ে নিতে আসে ট্রেন রিমঝিম।
প্লাটফর্ম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় বুকের পাঁজড়,
হৃদয়েতে ঢেউ ওঠে,মনপ্রাণ কেঁদে হয় যে সাগর।
কুহকিনী রাত ভেঙে দিয়ে যায় ভরা বুকখানা,
একরাশ পাথুরে হাওয়া তীর মারে চোখের কোনা।
বৈশাখী মেঘ বেয়ে অঝরেতে ঝরে ভাঙা বরষা,
রাত্রি আজ কেন দিয়ে গেলো শুধুই হতাশা!
জেগে জেগে ঘুমিয়ে গেলো আধঘুমো চোখ,
রোদভরা জানালাটা জাগালো ভীষণ শোক।
চোখঘষা ঘুম নিয়ে দেখি চেয়ে নেই কেউ নেই,
বিছানার বালিস তোষক বলে,"আমরা যেই, সে-ই।"