কবিতাঃ- শূণ্য রবে আস্তানা
✍️ মনোজ ভৌমিক
সময় এখন বলছে হেসে,কেউ কিন্তু আজ আস্ত না,
তবুও সবাই খুঁজছে দেখি সুখের একটা আস্তানা।
চাঁদের দেশে দিয়েছি পাড়ি গড়বো বাড়ি কয়েকখানা,
মঙ্গলেতে ছুটছে সবাই,চলছে ভীষণ গবেষণা।
অতৃপ্তি আর অধ্যবসায় আজকে বড়ই জল্পনা,
বিশাল এই ঘরটা ছোটো, তাই আকাশ জুড়ে কল্পনা।
ফুটপাতটা যাদের আছে, ঠিকানা তাদের নেই জানা,
বলছে তারা, এমন বাড়ি আছে এ ভুবনে কয়খানা?
মাটির বুকে জন্ম নিয়েই এই মাটিতে হই যে লীন,
খোলা আকাশ ঘর যে মোদের তবু মোরা নইতো দীন।
নিম্নবিত্ত ভাবছে বসে, চাই ছোট্ট কুটির একখানা,
মধ্যবিত্ত হিসেব কষে, সদাই থাকে ঘর কানা।
সন্তুষ্টি নেই উচ্চবিত্তের গড়বে ঘর কয়েকগুনা!
রাতের বেলা ঘুম আসে না ঘরের এসিও তালকানা।
ঘরের জন্য পাগল সবে আসল ঘর তো কেউ দেখেনা,
ভাঙছে পাহাড়,ভরছে বারুদ, বিষ ছড়াতে নেই মানা।
বলতে পারো শান্তি সুখের ঘরটা আজ কোনখানে!
যে মেয়ে আজ জন্ম নিলো সেও কি তার ঘর চেনে!!
আসল ঘরের ঠিকানাটা আজ নেই তো ভাই কারো জানা,
ভাড়ার ঘরে রয়েছি সবাই চলে গেলে শূণ্য রবে আস্তানা।