কবিতাঃ-স্মৃতির ক্যানভাসে
✍️ মনোজ ভৌমিক
সে ছিল মধুর ক্ষণ স্মৃতির মুকুরে,
বসন্ত বাহার ছিল সেই নদী তীরে।
অবুঝ সবুজে রাঙা ছিল দুটি মন,
ভালোবাসা কারে কয় বোঝেনি তখন।
বালি দিয়ে গড়ে নিত এক ছোট ঘর,
দুখানা পুতুল ছিল বউ আর বর।
হৃদয়ের কথা তারা বলতো দু'জনে,
বোঝেনি সেদিন ওরা সে কথার মানে।
হঠাৎ জোয়ার এলে ডুবে যেত নীড়,
ডুবতো পুতুল দু'টি চোখ ভরা নীর,
দুজনে জড়িয়ে কাঁদে মন ভাঙা কথা,
হৃদয় উজাড় করা কত শত ব্যথা।
গোধূলির রঙ আজ ঐ দিগন্তে খেলে,
স্মৃতির আঙিনা জুড়ে কত কথা বলে!
কি করে ভুলি গো বলো সে শৈশব দিন?
ভাঁটার স্রোতে আজও মনেতে রঙীন।
সে সময় আর হেথা আসবেনা ফিরে,
উজানে ভাঁটার স্রোত ছুঁয়ে যায় ধীরে।