কবিতা:- সবই যে মায়ার খেলা
মনোজ ভৌমিক
রাতের শেষেই নতুন প্রভাত এই কথাটা জানি,
হঠাৎ হঠাৎ এমনি করে কেন হও গো অভিমানী!
সময়ের সব গল্প কথা ঐ সময়েই লেখা থাকে,
কিছু কথাকে ভুলে যেতে যে হয় সময় মন্দ দেখে।
সময় ফুরানো বেলায় সেই সময়ের কি প্রয়োজন!
এখন শুধু সেই কথাগুলোকে, সাজানোর আয়োজন।
শীত চলে যায়, বসন্ত আসে, চৈত্রের জ্বালাতন,
গ্রীষ্মের এ বিদায়ীক্ষণে হয় বর্ষার আবাহন।
শরৎপ্রাতে ঊষশী নাচ আর থাকবে কতক্ষণ!!
হেমন্তের শেষে আবার সেই শীতজর্জর মন ।
একটুখানি ভেবো গো না হয় ওই রাত্রি নিঝুম হলে,
পশুপাখিরা ঘুমোবে যখন সবুজ ঐ বনানী কোলে।
সময়ের ডাক সময়েই জানে, দেবে যে ভীষণ জ্বালা,
শুধু মনে রেখো,"কেউ কারো না।সবই যে মায়ার খেলা।"