কবিতাঃ-সময় ভিক্ষা
✍️ মনোজ ভৌমিক
মৃত্যু যখন লেজ উঁচিয়ে
ঘুরছে ভুবন মাঝে,
আমি তখন চেয়ারে বসে
দ্বিতীয় ডোজের সাজে।
অলক্ষ্য হতে মৃত্যু হেসে বলে,
"ভয় ডর তোর কিসে?
আমার ভয়ে আজ কেন তুই
বাঁচার নতুন আশে??"
আমি এখন এ বিশ্ব মাঝে
একলাই অধীশ্বর,
আমার ভয়ে পালিয়ে গেছে
বাকি সকল ঈশ্বর।
যতই বড় বুদ্ধি ধরিস
করিস যতই চেষ্টা,
তোদের দিয়ে মারি তোদের
দেখছিস তো কেশটা?
জানি গো মৃত্যু তোমার কাছে
জিততে পারে না কেহ,
চাইনা আমি অমর হতে
ক্ষণিক রেহাই দিও।
মৃত্যু! তোমায় তাইতো আমি
করছি অনুরোধ,
নয়ন যুগল তৃপ্ত হলে
চলবে এ অবোধ।