কবিতা:- সময়ের অঙ্ক
কবি:- মনোজ ভৌমিক


সেদিন জিজ্ঞাসা করল আমার দুষ্টু ছেলেটা,
বাবা,ঘড়িতে লেখা আছে কেন  এক থেকে বারোটা?
তাহলে তোমরা বলো কেন চব্বিশটা ঘণ্টা!
অবোধ শিশু তো,বোঝে নি জীবনের ভাষা!
এখানে দিন চঞ্চল হয়! রাত ঘুমোয়!
জেগে থাকে শত সহস্র পিয়াসী মন।
মানুষ তাই ভুলে যায় মায়াবী রাতের ঘুমন্ত সময়টা।
তাই মনে হয়,ঘড়িতে লেখা থাকে অঙ্ক এক থেকে বারোটা!