পেত্রার্কীয় সনেট
কবিতা:- সরস্বতী বন্দনা
✍️ মনোজ ভৌমিক
বসন্ত পঞ্চমী তিথি শৈত্য অবসান,
মুখরিত ভূমণ্ডল উন্মত্ত উল্লাসে..
বীণাপাণি বাগদেবী ধরাপরে আসে,
পুষ্প পল্লবে শোভিত আঙিনা বিতান।
স্বেতশুভ্র দেহবাস স্বর্ণ তনু আভা,
কমল লোচন তব অসীম প্রশান্তি।
বিদ্যার আধার তুমি দেবী সরস্বতী,
অরূপ মুখমন্ডলে জ্যোতির্ময় প্রভা।
কঠিন আঁধারে আজ এই সসাগরা,
মিথ্যাচার প্রতারণা মানুষের মনে,
সবাকার মনে দাও সদাই সুমতি।
হিংসা বিদ্বেষ হেথা চারিদিকে ভরা,
স্বার্থমগ্ন সর্বজন ভুলেছে আপনে,
শিক্ষা দীক্ষা জ্ঞান দাও বিদ্যা অধিষ্ঠাত্রী।