কবিতা:- সুখের পরশ লাগলে পরে
কবি:- মনোজ ভৌমিক


দু:খ যখন আসে নেমে পাহাড় প্রমাণ বেগে,
মন-সমুদ্র হঠাৎ কেন ডগমগিয়ে জাগে?
আলোর পরে আঁধার রাত যেমনি আসে ধরায়,
সবাই চায় পূর্ণিমারাত,তবু অমানিশা কাঁদায়।


এই জীবনে সুখের-স্বপ্ন সবাই দেখে জানি,
ক'জনা ভাই পায় গো তা, বলবে কী এখনি!
সবাই যদি সমাজ থেকে সুখটা নেয় শুষে,
দু:খ কি ভাই বসবে তখন গাছের তলায় এসে?


তাই তো দু:খ যখন যাকে জড়িয়ে ধরে রেগে,
বলে,"সুখে চুপটি করেই ছিলাম আমি জেগে?"
একটুখানি দু:খ বোধহয় সুখেও থাকা চাই,
নইলে মানুষ ভুলবে,সেদিন সে কি ছিল ভাই!


হায়রে মানুষ! এত কথা বলছি আমি কারে?
সুখের পরশ লাগলে পরে , কে চেনে দুঃখেরে?