কবিতাঃ- সুন্দর হোক এ ফাগ
✍️ মনোজ ভৌমিক
চারিদিকে খুশির আমেজ
বিষাদ মনের মাঝে,
কৃষ্ণ আজ কোথায় তুমি
খুঁজছি সকাল সাঁঝে।
দারোকা দেখি চুপ রয়েছে
শূন্য ঐ বৃন্দাবন,
খেলবে হোলি রং দেবেনা
বলছে আজ এখন।
মথুরাবাসী বড় উদাসী
নেই বসন্ত বাহার!
রাধা তো আজ নেই ওখানে
সে ফাগুন নেই আর!!
দিগন্তে আজ নীলের ছটা
রক্ত রাগের ছোঁয়া,
বলছে সময় করুণ সুরে
মিথ্যে সকল চাওয়া।
আম্রকুঞ্জে কোয়েল ডাকে
উদাস দখিনা হাওয়া,
ফুলের বনে খেলে ভ্রমর
হয়নি মধু খাওয়া।
অশোক পলাশ কৃষ্ণচূড়ার
তনুমন উচাটন,
হৃদ সমুদ্রে প্লাবন ডাকে
উথাল পাতাল মন।
দিগন্ত জুড়ে পাগল হাওয়া
জাগছে সবার হিয়া,
বিষাদ ক্ষণ দূরে সরিয়ে
ডাকবে কারে প্রিয়া!
রঙের নেশায় মত্ত ধরা
খেলবে আজকে হোলি,
পূর্ণিমা চাঁদ দূর গগনে
জ্যোৎস্না যে মনচলি!
কৃষ্ণ বাঁশি বাজে না আর
চাঁদ জাগা ওই রাতে!
কলঙ্কিনী রায় কিশোরী
খেলবে হোলি কার সাথে!!
আয় রে সখী, খেলবো হোলি
শ্যাম বিহনে আজ,
সম্প্রীতির ভাবনা নিয়ে
পরবো নতুন সাজ।
দে দোল দোল, বাঁধন খোল
জাগ রে পৃথিবী জাগ,
অরূপ রঙে রাঙিয়ে ধরা
সুন্দর হোক এ ফাগ।