কবিতা:- সুন্দুরী তুই আমার...
কবি:- মনোজ ভৌমিক


এই শোন, কেমন আছিস তুই?
অনেকদিন পর তোর সঙ্গে দেখা।
পুরানো গন্ধ এখনো কাটেনি তোর শরীর থেকে।
যদিও একটু ভারিক্কীর লেখাজোখা।
চলনা একবার আগের মত যাই রবীন্দ্রসদনে!
নয়তো নেতাজী ইন্দোর স্টডিয়ামে!
পুরানো দিনের গল্পগুলো ঝালিয়ে নিই শিশির মঞ্চে।
মুচকি হেসে "না" বলবিনা কিন্তু...
আমি আজও বুঝি ওই হাসির মানে।
আর একবার তোর সঙ্গে কলেজ স্ট্রীটের রাস্তা হাঁটতে ইচ্ছে করে।
এই যাবি?
হ্যাঁ বলনা।
তারপর ক্লান্ত হয়ে গেলে ফুচকা খাবো হেঁদুয়া পার্কে।
সন্ধ্যায় বিড়লা ঘুরে
রবীন্দ্র সববরে আগের মত আড্ডা মেরে
চলে যাব ভিক্টোরিয়া।
দক্ষিণাপনে যাব না এখন
গঙ্গার গা বেয়ে নিয়ে নেব শুদ্ধ প্রাণায়ণ।
তারপর তোর গায়ের পুরানো গন্ধ নেব
রক্তিম ওষ্ঠের স্পর্শে
চুল বেয়ে নেমে আসবে ঘন অন্ধকার
চোখ বেয়ে নেমে আসবে বিদায়ী বেলা
ভেঙে যাবে পুরানো অভিমান।
নতুনবর্ষাভিনন্দন দিবি না আমাকে
তুই তো পুরাতন।তোর সঙ্গে চুকে যাবে পুরানো হিসাব নিকাশ।
নতুনটা নেব নতুনের সাথে
যেখানে আছে জীবনের উল্লাস।
তবুও ভুলবো না তোকে সুন্দুরী
তুই আমার কোলকাতা,
জীবনের প্রথম উচ্ছাস।