আকাশ ভাবে নি কেন!
বরষার মেঘকে ভালোবাসা
তার সমীচীন নয়।
ও যে সমুদ্র হৃদয়!
কেবলি, তার সাথে ছলনার আশ্রয়।


তবুও ভালোবাসে ওরে,
বুকে নিয়ে কত কথা কয়!
লক্ষ কোটি গ্রহ-তারাদের সরিয়ে দিয়ে,
হাওয়াদের হাত ধরে,
বলে ওকে ধীরে ধীরে,
"সদা কাছে রও!"


মেঘ হাসে মনে মনে,
কখনও অনুরাগে,
আবার আকাশে স্নিগ্ধ পরশে
ওর মনে ভয় জাগে।
ভয়ে ভয়ে আকাশেরে বলে,
"এ কেমন প্রেমানুনয়!
তুমি কি জানো না আকাশ!
মেঘ কেবলি সমুদ্রেরই হয়।
ধরনীর রিক্ত আহ্বান,
কেবলি ভাবায় আমায়।
তাই তো বরষার মেঘ হয়ে
চলে আসি তোমার বুকে
ক্ষণেকের অতিথি হয়ে।
বলো আমারে,একি অপরাধ!"


আকাশ গর্জিল তখন!
চোখে তার বিজুলীর চমক!
রিক্ত হৃদয়, ফেটে পড়ে অভিমানে।
চিত্কার করে বলে সে,
"এখনি চলে যা আমার বুকের থেকে।"
ওমনি বরষার মেঘ
নেমে আসে পৃথিবীর বুকে,
অঝোরো ধারায়-সাগরকে ভালোবেসে।
আকাশ বুঝেও যেন বোঝে নাকো!
সৃষ্টি মাঝে,তবুও এ খেলা চলে নিরন্তর।