তোমাকে 'সেলিম'নামে ডেকেছি,
রেগে গেলে কেন?
চোখগুলি গোল করে,
নাকখানি বাঁকিয়ে,
মুখখানি লাল করে,
তেড়ে এলে কেন?
আমি তো ভেবেছি,
ডাকলে 'সেলিম' বলে,
চোখ দু'টি বিনয়ী হবে।
ছাতিখানা ফুলে উঠবে।
শির দাঁড়া ঋজু করে,
মাথাখানি নুইয়ে,
স্মিত হাসি হেসে, বলবে,
" বলিয়ে জনাব!"
ওরে ভাই আমার
ক্ষণকাল আগে,
তুমি যে কাজটি করলে,
অন্ধঁজনে পথ দেখালে।
সেই কারণে 'সেলিম' নামে
ডেকেছি তোমারে।
আমি তো জানিনা ভাই
রাম-রহিম-এন্টনী
কিংবা সিদ্ধার্থ-অরিজিত্
তোমার নাম হবে!
যে ধর্মেরই হও তুমি!
দেখেছি অন্তরে তোমার
নির্মল ভাবনার ছবি।
তাই দিয়েছি আওয়াজ
সেই প্রিয় নাম ধরে,
যে বাঁচায়েছে প্রাণ
পর্বত শিখরে- অমরনাথ পথে।


বলিলে ভীষণ গর্জনে,
" মীরজাফর আমি, সেলিম নহিরে।"
কি ফারাক পড়ে তাতে!
যদি তুমি 'সেলিম' না হও।
তুমি তো মানুষ ভাই।
জ্বালায়েছ মানব ধর্ম।
এর বেশী আর কিছু নাহি চাই।
বলিলে উচ্চ স্বরে,
" ওতো ছিল রহিম চাচা,
অন্য হলে, দিতাম হাঁটা।"


একি কথা শোনালে প্রিয় ভাই।
ইতিহাসে কলঙ্কিত তাই।
শোনো ভাই, মানুষ এসেছে আগে।
ধর্ম-জাত-পাত, সংকীর্ণ মানসিকতা তাই।
পৃথিবীর অপরূপ রূপ দেখো,
নিজকে 'সেলিমের' চোখে ভাবো।
না করো মিথ্যে জাত ধর্মের বড়াই।