কবিতা:- উদাসী শহর
কবি:- মনোজ ভৌমিক


একরাশ জীবন্ত মানুষের লাশ নিয়ে হেঁটে যায় কামুক শহর,
চেহারায় রং  ছাপ,জানবে না তুমি আজ,কোথায় আছে মৃত অবয়ব!
ব্যস্ত শহরের অলিগলি ওঠে কেঁদে,জেগে ওঠে হিংস্র কুকুর।
দুধখেকো বিড়ালের গোঁফ টানটান,বলে সে,"এখন বাঘ মারা দুপুর।"


হট করে যবনিকা নেমে যায়, জেগে ওঠে মায়াবী নিয়ন আলো।
টুংটুং ঘণ্টি বাজিয়ে, কে যেন বলে,"আইসস্ক্রিওয়ালা এলো।"
জীবনের সব রঙ শুষে নেয়,চুষে চুষে খেয়ে যায় ঐ সব লোক।
রাস্তার কানঘেষে আগুনজ্বলা মকাই রুটিতে নেই কোনো শোক।


রঙিন চশমা চোখে, মুঠোফোনে যায় ডেকে,জেগে ওঠে রাতের বাজার।
হঠাৎ লোডশেডিং! লিপস্টিক মুছে যায়, মোমবাতি চোখ নিয়ে নাচে চারচাকায়।
আমি তুমি দেখে যাই, চুপচাপ সয়ে যাই, জাগলেই হায়েনা প্রবল!
আধঘুমো রাত নিয়ে জেগে থাকে ফ্লাটগুলো,সেলফোনে ভীষণ গণ্ডগোল।


কাকডাকা ভোর হয়,রাত্রি ঘুমিয়ে রয়,দরজায় টোকা মারে কাজের মাসি।
নোংরা জীবন নিয়ে,রোজ ফুটপাত কেঁদে মরে,এ শহর তবুও উদাসী।