কবিতা:-  উন্নয়নের ভোট
কবি:- মনোজ ভৌমিক


কোন দেশেতে বাস আহা মরি?
কোন রাজ্যে এখন ঘুরিফিরি?
এখানে জন্মে চৈতন্য-শ্রীহরি!
মানব প্রেমের যি‌নি হলেন জহুরী।
এবার বলো "হরিবোল,বলোহরি,"
চলো শেষ যাত্রা এখন শুরু করি।
গণতন্ত্র ঘুমিয়ে গেছে মৃত্যু শয্যায়,
তুমি-আমি মুখ লুকোই  লজ্জ্বায়।
রাজ্যটা নাকি সংস্কৃতির আখড়া!
ভাবনাটাকে দিচ্ছ কেন ব্যাগড়া?
শঙ্খ-কখনো হয়না অমাঙ্গলিক,
শব্দটা ওর ছড়িয়ে পড়বে ঠিক।
একুশ রক্তে "একুশ" হল যে কালো,
তবুও বলো ভোটটা হয়েছে ভালো!
বোমা- পিস্তলে এগিয়ে চলছে উন্নয়ন,
ব্যালটপেপারে আগের চিত্রায়ন।
হিংসাকে দিয়ে হিংসার রাজনীতি,
মানুষ রক্তে উন্নয়নটা হচ্ছে খাঁটি।
রক্তে রক্তে প্লাবিত হোক ধরা,
রক্ত বিনা রোগীরা যাক মারা।
ও শঙ্খ!  তুই আবার বেজে ওঠ,
এ রাজ্যে হলো উন্নয়নের ভোট।