কবিতা:- ঊনবিংশের ফিরে আসা ভীষণ দূর্গতি
কবি:- মনোজ ভৌমিক


অনেকবার মিথ্যে বলতে চেষ্টা করেছি আমি,
বাধা দিয়েছে আমার শক্ত বিবেক।
শিশুকালে বলেছিলেন শিক্ষক,
"মিথ্যে বললে পাবি যে নরক।"
স্বর্গ-নরক তখন বুঝতাম না কিছু,
শিক্ষকের নীতি বাক্য পরে বুঝতাম কিছুকিছু।
আদর্শ শিক্ষকের ছবি আজও চোখের তারায়,
গুরুজনেরা বলতেন "ও চক্ষু যেন কভু না হারায়।"
আজকের শিক্ষা দেখে,পুরানো স্বপ্নেরা থমকে দাঁড়ায়,
ভাবি বসে একান্তে মনে মনে গাছের তলায়।
শিক্ষা অশিক্ষার অন্ধকারে যেতেছে হারায়ে,
মিথ্যার বুনিয়াদী ধাঁচ, সত্য শিক্ষার গলা টিপে ধরে।
রঙিন মাদকতা চোখেতে তাদের আজ,
পয়সা ছাড়া শিক্ষাতে আছে কি কাজ?
বলছে তারা,"শিক্ষক-ছাত্রেতে থাকা চাই বন্ধুত্বের সাজ,
নইলে পরে সে শিক্ষার নেই পরিপূর্ণতা আজ।"
ধ্বংস সভ্যতা তাই এগিয়ে চলেছে দ্রুত গতি,
ঊনবিংশের ফিরে আসা আজ ভীষণ দুর্গতি।