কবিতাঃ- ভাবনাটাকে বাঁচিয়ে রেখো
✍️ মনোজ ভৌমিক

এবার তোর যাওয়ার পালা রাত ছোটো হয় দিনকে ছুঁয়ে!
বিদায় বেলা বলবে না কেউ আবার আসিস ফিরে প্রিয়ে!!
বলবে তোকে, কী প্রয়োজন? ক্যালেন্ডারেই থাকনা শুয়ে,
স্মৃতির পাতা আঁকড়ে থাক শরীর মনকে সঙ্গে নিয়ে।


টি আর পি নিতে মিডিয়া গুলি ব্যস্ত থাকবে আলোচনায়,
কি পেলো!আর কী হারালো!! তোর যাওয়া এই শীতের বেলায়!
তোর ও আমার একই নিয়ম,আয়ূ যখন যাবে ফুরিয়ে,
দোষ গুনের করবে হিসেব হাজার কথার ব্যথা দিয়ে!


বিগত হলে কেইবা দেখে পিছন ফিরে হাত নাড়িয়ে!
প্রয়োজনে খুলবে ঝাঁপি জাগলে বিষাদ ওই হৃদয়ে।
আয়ু বাড়ে তোমার আমার ক্যালেন্ডারের ঘনঘটায়,
সংখ্যাটাকে রাখো লুকিয়ে,মনটা থাক শুভকামনায়।


আশাবাদী আমরা সবাই নতুন কিছু পাওয়ার আশায়,
হোক না সংখ্যা একটু বদল,ভাগ্য টাগ্য যদি বদলায়!
বার তারিখটা সঙ্গে নিয়েই ভালোই কাটুক সবার সময়,
ভাবনাটাকে বাঁচিয়ে রেখো,চব্বিশের ওই জমানায়।