কবিতা:- ভাবনায় বৃষ্টিমেঘ
মনোজ ভৌমিক
এখন প্রতিদিন আমি ওকে ডাকি,
" এসো না,এসো না,এসো না.."
ও আমার আন্তরিক কথা শুনেও শোনে না।
ও ভাবে আমি বোধহয় ওকে ভালোবাসি।
ধ্যুৎ তেরি! দুখির আবার ভালোবাসা কি?
আমি কি শুধু ওকে আমার জন্যে ডাকি?
আমি তো মাটির কুঁড়ে ঘরে দিব্যি আরামে থাকি।
বরং আমার ভয় হয়,
যদি ও সত্যি সত্যি গোমড়া মুখ নিয়ে ধেয়ে আসে!
আমার যেটুকু বেঁচে আছে, সেটাও ধুয়ে যাবে যে!
তাছাড়া ও যখনতখন আসবেই বা কেন?
ওর চোখে যে আজকাল বিজুলীর চমক জানো!
এখন ও বন্ধুবান্ধবদের সঙ্গে পাল্লাদিয়ে উঁচুতে চোখ রাখে!
কি হবে বলো এই রিক্ত ফুটিফাটা মাটিতে চোখ রেখে?
আমি তো ওকে ডাকি এদের সবার জন্য,
যাতে ওর সহৃদয় স্পর্শে সবার জীবন হয় ধন্য।
এখন ও উড়ছে উড়ুক!
আগে বাড়ছে বাড়ুক।
আমার কিচ্ছু যায় আসে না।
কিন্তু, উঁচুর এক শেষ সীমা থাকে!ও বোঝে না।
সেখানে অসংখ্য ব্ল্যাকহোলে
হাতড়াতে হবে নিজের অস্তিত্বকে!
ও কি আজ নতুন গ্রহের সন্ধানেতে!
কি জানি হয়তো তাই হবে।
আমাদের আর কি!
আমরা তো না মরেই বেঁচে আছি।
এখন কেবলি প্রতীক্ষার প্রহর গুনছি
যদি ও সত্যি এসে তৃপ্ত করে আমাদের সবার হৃদয়টাকে!