কবিতা:- ভালোবাসা দিয়েছি কি ওকে?
কবি:- মনোজ ভৌমিক


একরাশ অনুভূতির আকাশ,আমার চোখের সামনে দাঁড়িয়ে।
ও কে? আজ তেইশটা বছর,আমার সাথে চলেছে এগিয়ে!
আমার স্ত্রী। এই ঝাপ পড়া জীবনের, এক অনন্য অনুভূতি।
কি নাম? নাম জানতে চেয়ো না,আধুনিক নয়,পুরানো কোনো একটি।
সময় এগিয়ে চলেছে,আধুনিকতা ঝাঁপিয়ে পড়েছে।
তবুও সে নির্বিকার।কিন্তু বোধশক্তি এক্কেবারে সাকার।
না ট্যুইটার,না ওয়াটস্যাপ,এমন কি ফেসবুকেও দেখি না ফটো!
কতবার বলেছি,রাখো না তোমার একটা ছবি আঁটোসাটো।
একখানি মুখ ভেঙচানো মুচকি হাসি,তারপর ওর চোখে চোখ রাখি।
"এখোনো ফুরোয় নি এই জীবনের খেলা,তোমার চোখেই বেঁচে রবো,আমি সারাবেলা।"
শরীরের নি:স্তেজ সাগরে,আর একবার ঢেউয়ের দোলা।
আবার জেগে ওঠে হিমবাহ,জীবনের স্মৃতিদের ভাঙা চোরা।
রাতের শিউলির মত এখনো ওর যৌবনে তরতাজা ছাপ।
কখনও হেমন্ত এসেছে,গ্রীষ্মের দাবদাহ করেনি তো মাফ।
কালবৈশাখীরর ঝোড়ো হাওয়া,বর্ষায় ডুবিয়ে দিয়েছে ওর সকল চাওয়া পাওয়া।
তবুও ওর মুখে শরতের কাশ হাসি,মনেতে বসন্ত হয়নি এখনো উদাসী।
আকাঙ্ক্ষার সূর্যটাকে চায়নি কোনোদিন,ভাঙা ঘরেই আমাকে নিয়েই মুগ্ধ প্রতিদিন।
আমার জীবনের সমস্ত অনুভূতি,ওর চোখে ভেসে উঠতে সময় লাগেনি।
আজ মরা গাঙের মত,নিজকে নিজেই প্রশ্ন করি;
ওর মতো অকৃত্রিম ভালোবাসা,ওকে  দিয়েছি কি?