কবিতা:- ভালোবাসা কেন খোঁজো তুমি
              মনোজ ভৌমিক


ভালোবাসার প্রাণ নিয়ে কেন কাঁদো তুমি মানুষ?
পৃথিবীর বুকে আজ ভালোবাসা রঙীন ফানুস।
রিক্ত অভিমানের বুকে কেন খোঁজো বনলতা?
সসাগরা পৃথিবী রক্ত ঝরে, ওরাই বিধাতা।
মাটির বুকে কেন দাও আজ পিয়াসী চুম্বন?
ওখানে আর্সেনিক জ্বালে নির্বোধ তনমন!
আকাশে চেয়ে দেখো জ্বালাময়ী নির্লিপ্ত  রোদ,
চাতকের বুকফাটা কান্না,ও যে বড় অবোধ।
বাজের পিঠ বেয়ে নামে রাক্ষুসে অন্ধকার,
পিয়াসী বাসনারে লুকায়ে মোমবাতি একাকার।
পৃথিবীর বুকে আজো তুমি বৃথা খোঁজো ভালোবাসা,
প্রেম ক্ষয়ে ক্ষয়ে বেড়ে গেছে রক্তের পিয়াসা।