কবিতা:- ভাষার জন্য দেশ,সম্মানিত মাতৃ ভাষা
কবি:- মনোজ ভৌমিক


সূর্য তখন পূব আকাশে, শান্ত স্বভাব তার,
হঠাৎ এলো পশ্চিমী মেঘ,শরীর কালো পাহাড়।
বিকট হেসে বললো রাক্ষুসে মেঘ,"ছিনবো কন্ঠ হার।"
সূর্য বললো,"দেখবো আজকে সাধ্য আছে কার?"


দারুণ বেগে দখিণা হাওয়া হঠাৎ এলো ধেয়ে,
লালে লাল হলো পুব আকাশ সবুজ বানানী ছেয়ে।
শিশুরা সব খেলছিল হেসে, দুখিনী মায়ের কোলে,
মেঘ রাক্ষস কেড়ে নিল সবে,দারুণ বজ্র অশি হেনে।


গর্জে উঠলো মাতৃত্ব তখন বললো,"জাগরে দামাল ছেলে,"
রক্তগঙ্গা বহিয়ে দিল,মেঘ রাক্ষসে আছড়ে ফেলল জলে।
প্রভাত সূর্য উঠল জেগে, কালো রাক্ষস বধ করে।
সন্তানেরা বললো হেসে,"আজ জিতে এসেছি কন্ঠ হারটিরে।"


সালাম হাফিজ বরকত জাব্বর এমনি কত দামাল শহীদ হল,
বাংলা ভাষাকে অমর করে,মুজিবজী স্বাধীন বাংলাদেশটি গড়ল।
সেই ভাষাকে সম্মান দেওয়া বিশ্ববাসীর কর্তব্য হয়ে দাঁড়াল,
বিশ্বমাঝে ঐ ভাষাই সকল মাতৃভাষাকে স্বীকৃতি যে দিল।