এই অবসন্ন বেলা, রোদ ঝিকিমিকি খেলা
পারো তো যদি ডেকে নাও,
সুর ধরো, ইমন রাগ
কি বলো, জেগেছে পূর্বরাগ !
সততই বিহ্বল আমি
কৃষ্ণচূড়ায় রাঙা পথগামী ।
চৈত্রের দুপুর পেরিয়ে
উষ্ণ বিকেল জুড়ে যে সুগন্ধী হাওয়া বয়,
সে তো তুমি অনন্ত
হৃদয় মাতিয়ে ঢেউ-এ ঢেউ-এ
স্নিগ্ধ পরশের অনিবার্যতায়
ক্লান্ত অপেক্ষার ঘোর কাটিয়ে
আছড়ে পড়া মোহময় ...