ও পৃথিবী ও পৃথিবী
ডিম্ব কোষের মহিমা যে,
ডিম্ব রূপধারী।
আদম সুরত একজনা,
নারী রূপে আবার কে গো এলো ললনা?
কি বলিতে কি বলিব,
আবার আচমকা হই দিভানা।
মাতা নামে উদয় হলে,
ধাত্রি হলে সকলের,
বিখ্যাতজন কুখ্যাতজন,
জন্ম দিলে সকলে।
তা ভাবিলে উর্ধ্বলোকে পতঙ্গ হই আমি যে,
আবার হাবিব সনে প্রেম করিল ,
আরশ কুরসি রাব্বানা।
ও পৃথিবী ও পৃথিবী,
অপারও মহিমা।