ধৈর্য্যের অসীম সীমানায় দাড়িয়ে
আমি প্রহর গুণছি।
রাত্রির আঁধার কাটবে,
আলোর দেখা পাবো কি?
তবে আশা কেন জন্ম নেয়?
আশার প্রাপ্তি,
নিরাশায় কেন ডুব দেয়?
বঞ্চিত হয় কেন অধিকার?
দিলে লেনা দেনা,
এখনই চুকে দাও।
যে জীবনে থাকবে না অনুভূতি,
সেই জীবনে তো,
আমি সুখ চাই না।