আমার হ্যাভেন যেন এক কানন বালা
পড়ার বেলায় করে খেলা,
নাওয়ার সময় পোশাক গোনে ,
কটি হল এবার জমা?
কিছুই বোঝে না জীবনলীলা;
নাকি বোঝে তাও ঠিক বুঝি না।
বুঝে না উঁচু বোঝে না নিচু ওর চোখে সবাই মানুষ,
একই ছাঁচে গড়া ,
সর্বক্ষন ওকেই আমার দিতে হয় পাহারা।
এক ব্যাগ কাঁচের চুড়ি আছে,
এক বাটা দুল পাথর,
আরও মাথার কত ব্যান্ট?
তবু জানালায় বোসে ডাকে ফেরিওয়ালা।
বাবার পকেট সুযোগ পেলেই চুরি করে নেয়,
ঝালমুড়ি আর চানাচুরে পেট ভরে দেয়।
যদি বলি খেতে আসো ,
ক্ষুধা নাই বলে,
দুপুরের খানা খায় সন্ধ্যা হলে।
সব কথা উল্টা বোঝে,
কি যে আমি করি?
ধ্রুব সত্য কথা কার কাছে বলি!