নিবিড় ভাবে তোমায় চিনেছি,
কেঁদেছি তোমার গলা ধরে,
কত কথা বলেছি!
ঘড়ির কাঁটার মত,
একবৃত্তের চক্রে আটকে,
তুমি মহান।
আমার আপন ভুবন ,
টেলিপ্যাথির সংযোগ ,
উনিশ থেকে বিশ হলে ,
পৃথিবী ধূ-ধূময়;
জীবাত্মার সব জীন মরে যায়,
মহিমান্তে পরমআত্মায়
তোমাকে চায় ,
নীল নকশায় নয় দিব্যি স্বামী রূপে।
অনেক তো রয়েছে তোমার ,
আমায় বঞ্চিত করোনা ।
আমায় দাও না একটু খানি,
মরিয়ম কে যে ভাবে অটল রেখেছে,
আমি অধম কে ,
এমন করে উত্তম রেখো।