মাঝে মাঝে বুকটা মরুভূমি হয়ে যায়,
অনাবাদি,গন্ড-মূর্খ,নিস্তব্ধ;
কলতান বিহীন হয়ে থাকে,
পাথরের পাহাড়ের মত,
ভাষাহীন,সুরহীন অসুরের মত,
এক বিমূর্ত হয়ে যায়,
যেন প্রাণ আছে অনুভূতি নাই।
আবার যখন অনুভূতি ফিরে আসে;
অবাক পৃথিবীতে ঝরার খেলা মানতে চাই না।
এই ফুলের মত সৌরভ,
বাতাসে বাতাসে শুকিয়ে যায়;
মেনে নিতে পারি না বেলা শেষের ঢেউ,
কল-কল করে পাজরে আঘাত হানে,
তাহলে কেন ময়ূর মহলে,
আমাদের এই বহিরাগত আসা যাওয়া?
দেহটা হত্যা না করে,
সুরঙ্গ পথে পার করে নিলে,
এই মৃত্যু নামক জল্লাদ খানা থেকে,
রেহাই পেতো মানুষ।