কোন কোন আঘাত খুব এ্যাটাক করে
অন্তর জ্বালা-পোড়া হয়,
সহ্য করা যায় না।
তখন মনে হয়,
বিধি এত নিষ্ঠুর কেন ?
সাময়িক একটু সময় বিনোদন,
ও প্রেমের জন্য আসা ।
তার মাঝে এত কষ্ট দেয় কেন?
আর আমরা তো বিধির'ই বিন্দু।
হৃদয় বিদারক কষ্ট,
আসোলেই হৃদয় ভেঙ্গে দেয়।
তখন বলতে হয়;
প্রকৃতি এত নিষ্ঠুর কেন?
প্রকৃতির বোঝা আমি বইবো কেন?
এখানে ঝড়ের পাখি বানিয়ে রাখার জন্য ,
আমরা কেন?