ধর্মে কত রং বর্ণ আছে ,
হায় হায় প্যাঁচ ভাঙ্গা দায় ,
কেউ হাত মোজা , পা মোজা ;
বন্দেশ গা খানি ,
পালন করছে ইসলাম ধর্ম !
কেউ দুর্গা-কে জলে ভাসিয়ে
কাঁদছে আহামরি !
যীশু আছে স্বর্গে !
তারাও যাবে স্বর্গেই জানে ,
কিন্তু আমি বলি রক্তারক্তী করে কে ?
যদি স্বর্গই সবাই চায় ,
তবে এটম বানায় কে ?
শ্রেণী ভেদ করলো কে ?
কেন  জোর-জুলুম চলে ?
এসবের ভেতরে ধর্ম আছে কি ?
ধর্মে কী তাই বলে ?
যারা বড় বড় শিক্ষা নিয়ে-মানুষের
হক সম্পর্কে জানে না
যদি আপন প্রাণ বাঁচায় , মানুষ কে মানবিক হক পালনের আবেদন করে না ,
যদি হিংসুটে হয় ,
তারা কি বেহেশত বাসি হয়ে যাবে বলে
নিশ্চিত জানে ?