তুমি কি আমাকে,
মাটির দেবী,
দূর্গা মনে করো?
তাই না?
প্রসাদ দাও পঞ্চরসের?
করুনা করো তাই না?
অন্যথায় মনুষত্ব অধিকার ,
জব্দ করো  তাই না?
প্লিজ তুমি আমাকে মানুষ মনে করো,
বঞ্চিত করো না,
অধিকার দাও।
অহেতুক দিওনা বেদনা,
সমবেদনা সইতে পারি না,
অকাতরে পুড়ে পুড়ে  হয়ে যাই ছাই।
সামে শোভাময়,
মিটি মিটি জ্বলি।
যদি একটি কক্ষ হয় আলোময়-
আমাকে পুড়িয়ে।