মানুষ কেন ফানুস হয়ে দেয় ছোবল
মানুষ মানুষ খেলায় মানুষ,
কানামাছির মত।
পিছে কিছু দেখি না কো-
জোর কদমে রত।।
কুটাকাটায় জল ঢালে,
আগুন জ্বালায় জলে,
মানুষ কেন ফানুস হয়ে,
ছলচাতুরি করে।
নিদোষী রে দোষ দিও না,
মন ভেঙ্গো না কারো,
মন মিনারে কেবলা কাবা আসা যাওয়ায় রত।