কিছু বুঝিনা,
সেই কান ফোটার সাথে সাথে;
সেই নয়ন হারায়ে,
নিজেকে হারালাম,
কাকে যে খুঁজে ফিরি?
তাও বুঝি না।
এই লোভিত অন্তর ,
পাগলা ঘোড়া,
রুখতে পারি না।
অনন্তকাল পাগলপারা,
সাগর মোহনা সাঁতরালেও,
ক্লান্তি লাগে না।
দৃষ্টি নির্বাক,
তবুও হৃদয় আহত হয় না।
যত ধর্ষিতা হয়-
তত বর্ষিতা হয়।
শ্রাবণ যেমন মৌসুম বিনা অঝরে ঝরে,
প্রাপ্তির দাবিটুকু চাই বলে,
অকাতরে যুদ্ধ জনম ধরে।