মন কে মিনতি করি না,
সুধাই না তুমি আছো কেমন?
সময়ের ঘন্টা বেজে যায়,
আমি মন্ডপ ঘরে,
পূজা দিয়ে যাই,
মানুষ চরণে।
চরণ সেবনের জন্যই আমার আসা।
আমি নামক অস্তিত্ব কোথায়?
শুধু রণের ঘোড়া,
রণ করবে যত  দিন আছে,
কদম ক্ষমতা।
বাতি ঘরে আছে ,
মন প্রহরি,
থাকবে বাতি ঘরেই,
মিনতিরে আর পাঠাবো না  তার ধারে।