হিজল তমাল যখন মালা হয়ে ঝুলে পরতো
পুকুর পাড়ে ।
বিনোদনের জন্য আমার আর কিছু ধরকার পরতো না
নিজেকে ফুল পরী ভেবে ,
পরীস্হান পুকুর ঘাটকে ভেবে সবুজ লতা পাতার সাথে
করেছি বাসর ।
মন প্রাণ উজার করে
করেছি মালা বদল ,
যদিও মানবের সাথে করেছি নিকা
বেধেছি ঘর শুধু দেহের
মন বনেই আছে
নারীর সাথে গাঁথা ।