তুমি আমায় ছুঁইয়ে পদ্মপাতার মত
জলে ভাসালে,
কূলেও রাখা না ছুড়েও ফেলনা,
মধ্যাকর্ষণে বাসর সাজালে;
আকাশ পানে দেখি
নীলে নীলে নীলিমা।
আমার পানে চেয়ে দেখি,
ঝড়া পাতা বৈরি ফাগুন।
কুঞ্জ লতার আদ্রতা হারা
তুমি হয়েছো প্রজাপতি,
হলেনা ভ্রমর;
শূণ্যতা টুকু তোমাকে করে গেলাম দান।
স্বপ্নকে আমার বুকে করেছি দাফন,
তুমি হবে সুখি,
এটাই আমার নিবেদন।