শৈশবে কেউ একটু আঘাত দিলে
ঝরঝর করে চোখ দিয়ে জল আসতো ।
বাঁধ ভেঙ্গে অভিমানে,
খাদ্যের উপরে হতো অনসন।
যৌবনকালে কেউ আঘাত দিলে,
কাল বৈশাখির মত,
হৃদয় আকাশে গর্জন বর্ষন।
অনসন চলতো,
দেহের সাথে রুহের।
নিস্তব্ধ যখন মধ্যপ্রহর,
মাথার উপরে পড়ে ছায়া।
তখন আঘাত কেউ দিলে,
সর্ব অঙ্গে তাপদাহ,
ছড়িয়ে পড়ে মহামারির মতো,
লজ্জায় ডুমরে যায় ডালপালা।
প্রতিবাদ নয় নিজের সাথে,
প্রতিক্ষন অপরাধ খুঁজি।
মহাতত্ত্বকলে আপিল পাঠাই,
আমাকে তুমি মাটির মত বানিয়ে দাও,
উফ্ শব্দ যেন,
বহু আঘাত পেলেও না করি।