যেদিন আমি কৃতদাস ছিলাম
দৈন্দিন রুটিন পেলাম
গৃহের আইন মানতে হবে
জবান বন্ধ রাখতে হবে
নিজেকে বিলিয়ে দিতে হবে
ধূপ স্বরূপ রূপ নিলাম
নিজ আঁচলে আগুন দিলাম
মাথা পেতে নিলাম নির্জাতনের বোঝা
লেখাগুলো কবিতার জন্য নয়
যন্ত্রনা ফুলের মালা কন্ঠে বহন করলাম
আত্মঘাতী হামলা শুরু হলো
আমি যুদ্ধ চাই না শান্তি চাই
আত্মসমর্পণ করলাম
তবুও মাঝে মধ্যে গ্রেণেড হামলা
দীর্ঘ দিন পর রাশিয়ার মত
শক্তিশালী হয়ে গেলাম
সুখের  রংধনু ভসলো পশ্চিম আকাশে
গহিন বাতাসে ভাসিয়ে নিয়ে এলো শুভ্র মেঘ
তখন লাজুকতায়
হিমেলে জমাট বেঁধে গেল
আমার মাংসপেশী
লজ্জাবতীর মত জড়ো হলাম আমি